চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন মাদ্রাসার মো আরমান হোসেন (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মরদেহ উদ্ধারের সময় মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকাল ১১টায় উক্ত মাদ্রাসার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম।
তিনি বলেন, পুলিশ সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে উক্ত ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। এসময় পুলিশ মরদেহের মাথায় আঘাতের একটি চিহ্নও দেখেন বলে জানান। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরমানের মরদেহটি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম