চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- স্থানীয় মো. ফারুকের মেয়ে জান্নাতুন নিছা (২) ও নজরুল ইসলামের মেয়ে মীম আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।
জানা যায়, পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে একজনের মা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। দুইজনকেই মৃত অবস্থায় পাই। পরিবার জানিয়েছে, তারা পুকুরে ডুবে গিয়েছিল।
বিডি প্রতিদিন/আবু জাফর