চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর এলাকায় দাঁড়ানো কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় তৌহিদুল ইসলাম আসিফ (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাপ্তাই সড়কের নজুমিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকার মুহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, আসিফসহ পরিবারের কয়েকজন প্রাইভেটকার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশগামী স্বজনকে বিদায় জানাতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, সকাল ৭টার দিকে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। পরে স্থানীয়রা চালকসহ আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কার চালকের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর