চট্টগ্রামের রাউজান উপজেলায় তিন হাজার শিক্ষার্থীর কাছ থেকে প্লাস্টিক পলিথিন ও অপচনশীল আবর্জনা ক্রয় করেছে রাউজান পৌরসভা। শুক্রবার রাউজান কলেজ মাঠে ৩ হাজার বস্তা আবর্জনা এনেছে রাউজানের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় ও উপজেলা স্কাউটসের সার্বিক সহযোগিতায় এসব আবর্জনা দেশের কোনো পৌরসভা এই প্রথম সংগ্রহ করেছে। এলাকার পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে এমন উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আমলে রাউজানের উন্নয়নে আমূল পরির্বতন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সড়ক সংস্কারের উন্নয়নসহ নানাবিধ কাজ চলমান রয়েছে নতুন নতুন প্রকল্পের। এই পরিবর্তনের ধারাবাহিকতায় পিংক, গ্রীন ও ক্লিন সিটি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় গত দুই মাস যাবত চলমান এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার প্রায় ৩ হাজার শিক্ষার্থীদের কাছ থেকে এসব আবর্জনা ক্রয় করে পৌরসভা।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর, এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আবর্জনা টাকা দিয়েও ক্রয় করা হচ্ছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে। তবে এলাকার পরিবেশ, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলে এগিয়ে আশার আহ্বান ও সহযোগিতা কামনা করেন তিনি।
শুক্রবার এই ময়লা-আবর্জনা সংগ্রহ অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন আওয়ামী লীগ নেতা, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর বশির উদ্দিন খাঁন, ২য় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর শওকত হাসান, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরীসহ রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
বিডি প্রতিদিন/এমআই