চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।
নিহত উজ্জ্বল গাইবান্ধা জেলার পলাশ বাড়ি উপজেলার দুলালের ছেলে।
শুক্রবার ভোরে উপজেলার চুনতি এলাকার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ট্রাকচালক উজ্জ্বল ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন