ট্রাকের এয়ার ক্লিনার বক্স থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করলো র্যাব। এই অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মুক্তার হোসেন এবং মো রাসেল। শনিবার (১১ মার্চ) রাতে জেলার চট্টগ্রামের বাঁশখালী পাকা রাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে বাঁশখালী পাকা রাস্তা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায় র্যাব। এসময় একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের দুই ব্যক্তি নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি আরও বলেন, তাদের ধাওয়া দিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকের এয়ার ক্লিনার থেকে ইয়াবার দুইটি প্যাকেট বের করে দেয়। ওই দুই প্যাকেট থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ