ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিতকরণ এবং আইনের শাসন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম।
শনিবার সকালে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এ কথা বলেন তিনি।
উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, এডিসি (প্রসিকিউশন) মো. কামরুল হাসান, এডিসি (ক্রাইম) মো. জহিরুল ইসলাম, পিবিআই (মেট্রো) এডিশনাল এসপি মো. জুনায়েত কাউছার, র্যাব-৭ এর এডিশনাল এসপি মো. আবুল খায়ের ফকির প্রমুখ।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, সঠিক ধারায় যেন মামলা লিপিবদ্ধ করা হয়। বিভিন্ন পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার জন্য অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। দ্রুত ও দক্ষতার সঙ্গে আইনের নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন দাখিল, যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন