ফেসবুকে পেজ খুলে প্রতারণার অভিযোগে এস এম তানভীরুল আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, তানভীর একটি পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ওই পেজ থেকে চীনের তৈরি বিভিন্ন ধরণের পণ্য বিক্রির অফার দিয়ে অনলাইন অর্ডারের আহবান করে। অর্ডারের অর্ধেক টাকা বিকাশে নিয়ে মোবাইল নম্বর পাল্টে পেলে। প্রতারণার শিকার এক ব্যক্তি নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম