দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি’র (বামাপ্রককস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সকাল ১১টায় ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে ফরিদপুর সদরের প্রশাসনিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব খোন্দকার শাহিদুল হক। মতবিনিময় সভা শেষে এস এম জাহিদুল ইসলামকে আহ্বায়ক, খোন্দকার শাহিদুল হক ও মো. খালিদ হোসেনকে যুগ্ম আহবায়ক এবং মোহাম্মদ ইউনুছকে সদস্য সচিব করে আহবায়ক করে বামাপ্রককস’র ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- বদরুল (ময়মনসিংহ বিভাগ), মামুন (রাজশাহী বিভাগ), আকবর (রংপুর বিভাগ), রফিকুল ইসলাম (বরিশাল বিভাগ), মেহেদী হাসান (খুলনা বিভাগ), আবু বকর ছিদ্দিক (চট্টগ্রাম), মো. ইদ্রিস আলী (ঢাকা বিভাগ), মো. সামাদ (সিলেট বিভাগ), নাছির উদ্দিন তালুকদার (নারায়রগঞ্জ বিভাগ)।
বিডি প্রতিদিন/এএম