চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. রফিক, মো. দিদারুল আলম, নুরু ন্নবী, মো. সরু মিয়া, মো. আরমান, নিকু রুদ্র ও সীমা রুদ্র।
মঙ্গলবার রাতে চন্দনাইশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে চন্দনাইশ থানায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর