চট্টগ্রাম নগরের খুলশী থানার দক্ষিণ খুলশী ১ নম্বর সড়কের তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় আগুন লাগে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার পর বেলা ২টায় ফায়ার সার্ভিসের ২টি গাড়ি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, খুলশীর একটি ভবনের দ্বিতীয় তলার বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি প্রতিদিন/এএম