চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের হার কমেছে। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে দুই জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৪ শতাংশ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয় দুইজন। তাদের একজনের বাড়ি মহানগর ও অপরজনের বড়ি ফটিকছড়ি উপজেলায়। এ সময়ে কেউ মৃত্যুবরণ করেনি। ইতোমধ্যে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২৬ হাজার ৬০২ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৭৩ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন। এখন পর্যন্ত মারা ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, এখন সংক্রমণ কমছে। তবুও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন/এএম