চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় স্থগিত হওয়া তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের পুনরায় ভোট হবে ২১ মার্চ। পৃথক তিনটা ইউনিয়নের চার ভোটকেন্দ্রগুলো হলো কাঞ্চনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগরিয়ার ৬ নম্বর ওয়ার্ড খাগরিয়া বোর্ড অফিস, ৭ নম্বর ওয়ার্ড গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াইশের ৯ নম্বর ওয়ার্ড বুদাগাজী পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র।
জানা গেছে, গত ১৫ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ দিলে গত বুধবার আদেশটি পান বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের পক্ষে-বিপক্ষে সহিংসতার কারণে স্থগিত হয়েছিল।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল বলেন, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকরা মধ্যে ভোটের দিন বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়েন। এতে ভোটকেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা বন্ধ করে দিয়েছিলেন। তাই এসব কেন্দ্রগুলো ভোটগ্রহণ স্থগিত ছিল। এতে নির্বাচন কমিশনের এক আদশে আগামী ২১ মার্চ পুনরায় ভোট গ্রহণের জন্য পরিপত্র জারি করেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ