চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন মুহুরী পাড়া এলাকায় মো. রাসেল (২৩) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান। তিনি বলেন, রাসেল নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের ভাষ্যমতে, সে মানসিক ভারসাম্যহীন ছিল।
রাসেলের খালাতো ভাই ফরহাদ হোসেন বলেন, সকালে একটি পাউরুটি একাই খেয়েছিলেন। এরপর পেট ব্যথার কথা বলে মাটিতে শুয়ে যান। এসময় বমি করার পর অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত পরিবারের সদস্যরা রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই