দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এ অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহিদুল আলম বলেন, আসন্ন মৎস্য প্রজনন মৌসুমকে সামনে রেখে মা মাছ রক্ষার জন্য হালদা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে গহিরা ইউনিয়ন, তেলপাড়ই খালের মুখ ও নাঙ্গলমোড়া বাজার পয়েন্ট থেকে ৪ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়। অভিযানে সহায়তা করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ মৎস কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণ। মা মাছ রক্ষায় নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/এএম