মাইলেজ জটিলতায় কারণে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কারণে প্রায় ৮ ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল। পরে তারা কর্মবিরতি প্রত্যাহার করায় আট ঘণ্টা পর চট্টগ্রাম থেকে রেল চলাচল শুরু হয়। বুধবার দুপুর ২টা ৫৭ মিনিটে চট্টগ্রাম থেকে প্রথম ট্রেন হিসেবে সুবর্ণ এক্সপ্রেস ৮ নম্বর প্লাটফর্ম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। কর্মবিরতি প্রত্যাহারের পর প্রথম ট্রেন হিসেবে সুবর্ণ এক্সপ্রেস দুপুর ২টা ৫৭ মিনিটে রেলস্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনও নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায়। তবে শিডিউল বিপর্যয় কিছুটা কমাতে চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও চাঁদপুরগামী সকালের সাগরিকা ও ঢাকা যাওয়ার কর্ণফুলীর যাত্রা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী সমিতির (পূর্বাঞ্চল) সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, রেলমন্ত্রীর আশ্বাসে আমরা আবারও আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। ইতোমধ্যেই রেলওয়ে রানিং স্টাফরা কাজে যোগ দিয়েছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর