পহেলা বৈশাখ উপলক্ষে পূজার ফুল তুলতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে বন্যহাতির আক্রমণে রতন দে (৫৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও এলাকার মৃত সুকুমার দের ছেলে।
শুক্রবার ভোরে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বৈস্বার টিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বন বিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, শুক্রবার দুপুরে স্থানীয় কৃষকরা পানের বরজে পান তুলতে গেলে রতন দে’র লাশ দেখে আমাদের জানায়। এরপর ঘটনাস্থলে গিয়ে তার শরীরে হাতির দাঁত দিয়ে কামড়ের চিহ্ন দেখেছি এবং তার হাতে কিছু জবা ফুল দেখেছি। হয়তো ভোর সকালে পহেলা বৈশাখ উপলক্ষে পূজার ফুল তুলতে গিয়ে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে বন বিভাগের পক্ষ থেকে তার পরিবারকে ৩ লাখ টাকা দিয়ে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।
জানা গেছে, হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর খর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রীসহ মানবিক সহায়তা প্রদান করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
বিডি প্রতিদিন/এমআই