কিশোর গ্যাংয়ের বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. ফাহিম নামে এক কিশোর। এ ঘটনায় মো. ইমন নামে আরেক কিশোর মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন ঈদগা কাঁচা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে হালিশহর থানার একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত বস্ত্র মেলায় যায় ফাহিমও তার বন্ধুরা। মেলায় তাদের পূর্বপরিচিত কয়েক জনের সাথে তর্কাতর্কি হয়। এ ঘটনা মিমাংসের জন্য ফের রাতে দুই গ্রুপ ঈদগা এলাকায় যায়। এসময় ফের সংঘাতে জড়িয়ে পড়েন তারা। এতে ছুরিকাঘাতে ফাহিম নিহত হন। আরেকজন আহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে।
ফাহিমের বাবা মো. জহির বলেন, ‘কয়েকজন সন্ত্রাসী আমার ছেলে ফাহিমও তার বন্ধু ইমনকে ছুরিকাঘাত করেছে। কি কারণে ছুরিকাঘাত করা হয়েছে আমি জানি না। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দু’জনকে হাসপাতালে নিয়ে যাই।’
বিডি প্রতিদিন/এএম