চট্টগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মো. রবিন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত রবিন নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার মো. আনিসের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রবিন আহত হন। মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম