চট্টগ্রাম নগরীতে নিমার্ণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জামাল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। রবিবার দুপুরে নগরীর পতেঙ্গা থানাধীন দক্ষিণ পাড়া এলাকার নিমার্ণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছেন। নিহত জামাল বরগুনা জেলার পাথরঘাটার মোক্তার হাওলাদারের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, নিমার্ণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান জামাল। পরে সহকর্মীরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম