হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৮ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ। মঙ্গলবার ঘণ্টাব্যাপী হালদা নদীর মোহনা ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে জালগুলো উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া ও সদরঘাট নৌ থানার অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধভাবে পাতানো দাবিদারহীন ৪টি দীর্ঘ আকৃতির সুতার প্রায় আট হাজার মিটার ভাসান জাল পাতানো অবস্থায় উদ্ধার করা হয়।
চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া বলেন, হালদা নদীর মা মাছ রক্ষা ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ ক্যাম্পের অভিযান যুগপৎভাবে অব্যাহত আছে। প্রতিদিনই অভিযান পরিচালনা করে জাল উদ্ধার করা হচ্ছে। হালদা নদী ও মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম