চট্টগ্রামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে কিশোরগঞ্জ থেকে শাহরিয়ার নাজিম ওরফে ফাহিম নামের (১৫) একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কিশোরের গ্রামের বাড়ি নিকলী। সে পরিবারের সঙ্গে চট্টগ্রম নগরীরে পাহাড়তলী এলাকায় বসবাস করতো।
গত সোমবার রাতে পুলিশ কিশোরগঞ্জ জেলার নিকলী থেকে উক্ত ফাহিমকে গ্রেফতার করে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ঘটনার পরদিন মো. মামুন (১৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে গিয়ে গ্রেফতার করি। এই কিশোরই ফাহিমকে ছুরিকাঘাত করেছিল বলে অভিযোগ আছে বলে জানান তিনি।
জানা গেছে, গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ঈদগাঁ কাঁচারাস্তার মোড়ে দুই দল কিশোরের মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে প্রাণ হারায় শাহরিয়ার নাজিম ওরফে ফাহিম (১৫)। ফাহিম হত্যার ঘটনায় তার বাবা মো. জহির বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদ বস্ত্র মেলায় কিশোরদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এই ঘটনার জেরে দুই দল কিশোর ঈদগাঁ কাঁচারাস্তার মোড় এলাকায় জড়ো হয়। রাত প্রায় ১১টার দিকে এক কিশোর বন্ধু ফাহিমকে ডেকে ঈদগাঁ কাঁচারাস্তার মোড়ে নিয়ে যায়। একপর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে সে মারা যায়।
বিডি প্রতিদিন/এএম