চট্টগ্রামে মামুনুর রশিদ প্রকাশ সাগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন-মো. আজম, ফারুক প্রকাশ আশিক, আলী আজগর প্রকাশ হৃদয়, মো. ওমর উদ্দীন, শওকত হোসেন প্রকাশ শাহনুর, এসএম আশরাফুল আলম সুমন এবং মো. পারভেজ। দন্ডপ্রাপ্তদের মধ্যে এসএম আশরাফুল আলম সুমন এবং মো.পারভেজ পলাতক রয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় দেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বলেন, সাগর হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টম্বর কর্ণফুলী থানার শাহমীরপুরে সাগরকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন মো. ইয়াছিন কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৩ মার্চ আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জ গঠন করা হয়। ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
বিডি প্রতিদিন/এএম