জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার হাতে খুন হয়েছেন মো. মুছা নামে এক ব্যক্তি। এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- ইয়াসমিন আকতার, জেসমিন আকতার এবং নুর ছাপা বেগম। মঙ্গলবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মুছা ওই এলাকার সোনা মিয়া ছেলে।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা বলেন, নিহত মুছা সাথে তার ভাগিনা সালাউদ্দিনের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে কিছু দিন আগেও তাদের মধ্যে মারামারিও হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে সালাউদ্দিন কয়েকদিন কারাগারেও ছিলেন। কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার রাতে সহযোগীদের নিয়ে মুছার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এ তিন জনকে গ্রেফতার করে।
তিনি বলেন, ‘ঘটনার মুল অভিযুক্ত সালাউদ্দিন ও আরও কয়েকজন সহযোগীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর