চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুনবাগান এলাকায় নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে দুইজনের মৃত্যু এবং আরও অন্তত ১২ জন আহত হন। নিহতরা হলেন- মো. বশির (৭০) ও মো. আমজাদ (৪৫)। আহতদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, চট্টগ্রাম শহর থেকে নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপটি চন্দ্রঘোনা সেগুনবাগান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় গাড়ির চালক ও নির্মাণ শ্রমিকসহ ১৪ জন আহত হয়। পরে তাদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নেয়া হয়।
চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, ‘হাসপাতালে আনার আগে ওই দুই ব্যক্তি মারা যায়। আহত ১২ জনের মধ্যে ১ জন নারী। তাদের চিকিৎসা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম