চট্টগ্রাম বন্দরের বন্দরের বর্হিনোঙরে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের বর্হিনোঙরের চার্লি অ্যাংকারেজে এ ঘটনা ঘটেছে। তবে নৌযানটিতে থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পরে ঘটনাস্থল নিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, চার্লি অ্যাংকারেজে একটি বাল্কহেড ডুবে গেছে। সেখানে পাঁচজন মাঝি ছিল। তাদের জীবিত উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি। বাল্কহেড ডুবে যাবার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দিয়েছি। জাহাজ চলাচলে সতর্কতার অংশ হিসেবে এটা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর