চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক, দুটি ট্রাক ও তিন হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, সহকারি পরিচালক মো. আশরাফ উদ্দিন, এস আই এসআই আজীম উদ্দীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জঙ্গল পুইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যাক্তি প্রতিদিন বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া যায়। ফলে এখানে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। পাশাপাশি বালুর দুইটি ট্রাক ও উত্তোলন করা তিন হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তিনি বলেন, যারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যাক্তিবর্গের কাছ থেকে অভিযোগ ও তথ্য পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কাছে তাদের তালিকা পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে। এসব আসাধুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম