চট্টগ্রাম নগরের দক্ষিণ পতেঙ্গার ভিআইপি সড়কের মোল্লা ঘাটা এলাকায় দীন মোহাম্মদ সওদাগরের কলোনিতে নিজ ঘরে আগুনে পুড়ে শারমিন আক্তার মনি নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন শিশুটির বাবা আব্দুল মান্নান। দগ্ধ অবস্থায় তাকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক বিভাগে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি পরিবারের ১২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। শারমিন আক্তার মনি ঘরের ভেতর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে মারা গেছে। মারা যাওয়া মেয়েটির বাবার শরীরের বিভিন্ন স্থান আগুনে দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে আমাদের টিম কাজ করছে।’ তিনি বলেন, আগুন লাগার স্থানটি একসময় বস্তি ছিল। পরে সেটি ইজারা নিয়ে চার ভাই-বোন সেখানে ঘর নির্মাণ করেছে। নিহত শারমিনের বাবা-চাচারাই এখানে চারটি ঘরের ১২টি কক্ষে একত্রে পরিবার নিয়ে থাকতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে এবং নিমিষেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সাহিদা বেগম দ্রুত ঘর থকে বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা শারমিন আগুনে পুড়ে মারা যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে আব্দুল মান্নানের। নিহত শারমিনের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল