চট্টগ্রামে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নগরের বন্দর থানার নিমতলায় লরির ধাক্কায় মো. খাজা ওয়াসিদ উদ্দীন জুয়েল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. খাজা মিরসরাই থানার পশ্চিম ঈসাখালীর গিয়াস উদ্দিনের ছেলে। চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের পুলিশ বক্সের নায়েক বাবুল বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় জুয়েল গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে হাসপাতালে নিয়ে আসি। পরে ২৬ নম্বর ওয়ার্ডে বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, নগরের বালুরছড়া নতুন পাড়া ব্রিজের উপরে ৩ নম্বর বাস থেকে পড়ে সিএনজি অটোরিকশা চাপায় স্কুলছাত্র মো. সাইফুল ইসলাম সায়মন (১২) নিহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর এলাকার মো. কুতুবের ছেলে। সে রাঙ্গুনিয়া থানার জাকিয়া একাডেমির ৫ম শ্রেণির ছাত্র ছিল।
চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ৩ নম্বর বাসের দরজায় দাঁড়ানো ছিল সায়মন। টার্নিং নেওয়ার সময় বাস থেকে নিচে পড়ে সায়মন। এরপর সিএনজি অটোরিকশা চাপা দিলে- তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নেওয়া হয়, সেখানে
দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক