২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার বার্ষিকীতে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বুধবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বেলা সাড়ে ১১টার দিকে শিবের হাট থেকে শুরু হয়ে মিছিলটি সন্দ্বীপ থানা চত্বর হয়ে এনাম নাহার মোড়ে গিয়ে শেষ হয়।
এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, জামায়াত-বিএনপি জোট সরকারের অপশাসনামলে বিএনপির দোসর জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসহ সাড়ে ৪শ স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায়। সেই ভয়াবহ বোমা হামলায় দু’জন নিহত এবং অন্তত ১০৪ জন আহত হন।
তিনি আরও বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে সারা বাংলাদেশের যুবলীগ দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে ঐক্যবদ্ধ। তাদের এসব দিবাস্বপ্ন ভেঙ্গে দিতে ঐক্যবদ্ধভাবে মাঠে আছি এবং থাকবো।
বিক্ষোভ মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নুরুনবী ভুট্টো, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবির, সহ সম্পাদক তাজুল ইসলাম আরমান, সদস্য দিদারুল আলম, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শামসুল আলম, মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মঞ্জুরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতারা।
বিডি প্রতিদিন/আবু জাফর