চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বর্ণিল কর্মসূচির আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে এরপর শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে বঙ্গবন্ধুর জীবন গাঁথা সম্বলিত দেয়ালিকার পঞ্চম সংখ্যা উন্মোচন করেন। তাছাড়া আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম, ডেপুটি কমান্ডার মো. হোসেন ও ১নং ফরহাদাবাদ ইউনিয়নের কমান্ডার মো. ইসমাইল।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন। এরপর শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে বঙ্গবন্ধুর জীবন গাঁথা সম্বলিত দেয়ালিকার পঞ্চম সংখ্যা উন্মোচন করেন। কেন্দ্রের নিবাসী শিশু মো. ইমাম হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ হয়। এরপর ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের নিবাসী শিশু সায়মা আক্তার।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু তাঁর নিজের জীবনের চেয়ে দেশের কথা বেশি ভেবেছেন। দেশের মানুষের মুক্তি ও সমৃদ্ধির কথা ভেবেছেন। তাই আজকের শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারণ করে দেশপ্রেমে জাগ্রত করতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর