চট্টগ্রামের রাউজান থানাধীন উত্তর সত্তা এলাকা থেকে দেশিয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধর্মপুর এলাকার শফিউল আলমের ছেলে মো. জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আব্দুল মুনাফের ছেলে মো. মবিন (২৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সত্তা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর