গণতন্ত্র ধ্বংস করে গণশত্রুতে পরিণত হয়েছে সরকার- এমন দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। শনিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করার প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে দুর্নীতিবাজ। এদের কোনো বৈধতা নাই। এরা গণতন্ত্রকে ধ্বংস করে গণশত্রুতে পরিণত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপি'র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম