চট্টগ্রামে অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার হয়েছেন মো. জয়নাল আবেদীন নদবীর নামে এক ব্যক্তি। এসময় একটি ওয়ান শ্যূটার এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। রবিবার রাতে জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিণ আমিলাইশ এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গত রবিবার রাতে স্থানীয় ইউপি মেম্বার লোকমান হাকিমের বাড়িতে অস্ত্র আছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অস্ত্র উদ্ধারের পর র্যাব জানতে পারে মেম্বারকে ফাঁসানোর জন্য এ অস্ত্র রাখা হয়। পরে তথ্য দাতা নদবীরকে জিজ্ঞাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। অতপর তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার হওয়া নদবীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম