চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মাইক্রোবাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ নাসির (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নাসির সীতাকুন্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ওয়ার্ডের ফকির বাড়ির আব্দুর রবের ছেলে। এ ঘটনায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইসমাইল হোসেন (৬৫) গুরুতর আহত হয়ে চসেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে টোল রোডে এই দুর্ঘটনা ঘটে বলে জানান পাহাড়তলী থানার উপ-পরিদর্শক মো. সবুজ। তিনি বলেন, প্রাইভেটকারটি সীতাকুন্ড উপজেলার দিকে যাওয়ার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে নাসির নামের একজন মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম