মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড, বন্দর ও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার কমিশনার কৃষ্ণ পদ রায় সাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহাদত হুসেন রাসেল।
আদেশে বলা হয়, মহানগর গোয়েন্দা বিভাগের ( ডিবি) পরিদর্শক মাহফুজুর রহমানকে বন্দর থানা, ডিবির আরেক পরিদর্শক আবু জাহেদ মো.নাজমুল নুর পতেঙ্গা থানা ও সিটি স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক আব্দুল করিমকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক