চট্টগ্রাম নগরীতে বিপুল ইয়াবাসহ মো. আবদুল জলিল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। অভিযানে তার কাছ থেকে ২ হাজার ৮৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন মেরিনার্স রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া জলিল কক্সবাজার জেলার হ্নীলা এলাকার বাসিন্দা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো অঞ্চলের সহকারি পরিচালক সোমেন মন্ডল বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছে এক মাদক ব্যবসায়ী এ তথ্যের ভিত্তিতে মেরিনার্স রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ জলিল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম