চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন মো. আজিজুল হক, নাজিম উদ্দিন এবং সালাউদ্দিন চৌধুরী। সোমবার রাতে জেলার ফটিকছড়ি থানাধীন শাহ নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, হাটহাজারীর ধলই ইউপি কার্যালয়ে ভাঙচুর এবং চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলা এবং ভাঙচুরের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ