চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রবাহী সিএনজি অটোরিকশা ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলেই একজন নিহত এবং আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সকাল ১০টার দিকে সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম