দুই বছর আগে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন রাস্তায় ট্রাক তল্লাশি করে ১০ কেজি ১০০ গ্রাম ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো- জমির উদ্দিন ও মোহাম্মদ আলম ড্রাইভার। দুইজনই বর্তমানে কারাগারে আছেন।
মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঁইয়া এ রায় দেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী ও চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পিপি আবু জাফর। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছর করে কারাদন্ড দিয়েছেন বিচারক। এর আগে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেওয়া হয় বলে জানান আইনজীবী।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ট্রাক তল্লাশি করে র্যাব সদস্যরা। এ সময় ৬১টি প্লাস্টিকের প্যাকেট থেকে ১০ কেজি ১শ’ গ্রাম ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার মাদক আইনের মামলায় ২০২০ সালের ১ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
বিডি প্রতিদিন/এএম