চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে ৭ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হানিফ নামে (২৭) এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক মোহাম্মদ হানিফ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আবুল কালামের ছেলে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া এলাকার লোকজন তাকে ধরে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।
ভুজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, শিশুটি মাদরাসায় হানিফ হুজুরের কাছে আরবি পড়তে যায়। তখন মাদরাসায় অন্য শিক্ষার্থীরা ছিল না। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। গ্রামের লোকজন জানতে পেরে রাতে মাদরাসায় গিয়ে হানিফকে আটকে রাখে। পরে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বিকেলে আরবি পড়তে শিশুটি ওই মাদরাসায় যেত।
বিডি প্রতিদিন/এমআই