চট্টগ্রামে নতুন বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মো. শামসু ওরফে চাঁদাবাজ শামসু এবং মো. মাসুদ।
গতকাল মঙ্গলবার রাতে জেলার হাটহাজারী থানাধীন দেওয়াননগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবচার বলেন, হাটহাজারী এলাকার এক বাসিন্দা নতুন ঘর করার জন্য নির্মাণ সামগ্রী আনার সময় গ্রেফতারকৃতরা বাঁধা দিয়ে চাঁদা দাবি করে। পরে তার কাছ থেকে একবার চাঁদাও আদায় করে। পরবর্তীতে ফের চাঁদা দাবি করলে বিষয়টি তারা র্যাবকে অবহিত করে।
পরে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর