চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সোসাইটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আকবরিয়া স্কুল এন্ড কলেজে চালু হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। বুধবার সকালে এর উদ্বোধন করেন আকবরিয়া স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, পদার্থ বিদ্যা বিভাগের সহ অধ্যাপক যমুনা পারভীন, সোসাইটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মোহাম্মদ শিহাব, রাকিব, রাইহান, হাসান, মিশকাত, ফয়েজ, ফাহিম, জুবায়েদ, সামির আসিফ, অ্যারিয়ান ও জমিরসহ আকবরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
সোসাইটি ‘প্রয়োজনের সমাধান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদানের উদ্যোগ নিয়েছে। মাসিককালীন মেয়েদের স্বস্তি দিতে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন কর্মসূচি শুরু করা হয়। এর মাধ্যমে খুব সহজেই স্কুল কলেজের মেয়েরা স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে হাতের নাগালে পাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মোহাম্মদ সিরাজুল হক বলেন, এটা অসাধারণ উদ্যোগ। এর মধ্য দিয়ে নারী স্বাস্থ্য সুরক্ষায় একটা বিরাট অগ্রগতি সাধিত হবে। নারীর যে বিশেষ প্রয়োজন, সেটি মাথায় রেখে খুব কমই কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এ সংগঠনটি এ পথ দেখিয়েছে। এমন উদ্যোগের জন্য সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
আকবরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর বলেন, এ কর্মসূচির মাধ্যমে যেটা নিয়ে রাখঢাক করা হয়, তা সবার সামনে নিয়ে আসা হয়েছে। এ ধরনের ইতিবাচক উদ্যোগকে আরও বেশি করে সামনে নিয়ে আসা উচিত। কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহ অধ্যাপক যমুনা পারভীন বলেন, স্যানিটারি ন্যাপকিন একটি অত্যাবশ্যকীয় পণ্য। এর জন্য ‘ট্যাবু’ ভাঙতে হবে, সচেতনতা বাড়াতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর