ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মীরসরাই অংশের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন।
তিনি বলেন, মহাসড়কে একটি ট্রাক ও বাস দাঁড় করিয়ে রেখে চালকরা তর্কাতর্কি করছিলেন। তখন পেছন থেকে আরেকটি ট্রাক গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে চারজনের মৃত্যু হয়। কয়েকজন আহতও হন। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ