চট্টগ্রাম নগরের এনায়েতবাজার ও কাটগড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।
অভিযানে, নগরের কাটগড় বাজার এলাকার ফার্মভিলে নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ দই, মিষ্টি, বার্থডে কেক বিক্রি করায় ৪০ হাজার টাকা, মোড়কীকরণ বিধিমালা না মানায় ফুলকলিকে ১০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের অপরাধে খাজা হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া এনায়েতবাজার এলাকায় অনন্যা ফার্মেসিতে েেময়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ফার্মেসিসহ চার প্রতিষ্ঠান মালিককে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সকলকে ভোক্তা অধিকার আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম