চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন চারজন। এ ঘটনায় আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- পুলিশের এএসআই মোস্তফা, রাকিবুল, আব্দুল আউয়াল ও একজন প্রতিবন্ধী।
জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি লরি বের হওয়ার পর চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়ি দুটি মহাসড়কে থামিয়ে চালক- হেলপাররা তর্কাতর্কি করছিল। ঘটনাস্থলে জড়ো হয় আশপাশের লোকজন ও স্থানীয় সিএনজি চালকরা। খবর পেয়ে সেখানে এসে ঘটনা মীমাংসার চেষ্টা করে হাইওয়ে পুলিশ। তখনই পেছন থেকে দ্রুতগামী একটি মিনি কাভার্ড ভ্যান এসে জড়ো হওয়া মানুষের উপরে উঠিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান দুই অটোরিকশাচালকসহ চারজন এবং আহত হন হাইওয়ে পুলিশের এক পুলিশসহ চারজন।
এ ঘটনায় নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম। এর মধ্যে সিএনজিচালক সুমন এবং ফরিদ আপন দুই ভাই।
চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রাত সোয়া ১টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/এএম