চট্টগ্রামের মীরসরাইয়ের সড়ক দুর্ঘটনার ঘটনায় তিন চালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘ওই দিন তিন চালকের ভুলের কারণেই মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটে। তাই তিন গাড়ির চালককেই আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়।’
প্রসঙ্গত, গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে দুর্ঘটনায় হয়। এতে ঘটনাস্থলে তিন সিএনজি অটোরিকশা চালকসহ চারজন নিহত হন। আহত হন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই ও কনস্টেবলসহ ছয়জন।
বিডি প্রতিদিন/এএম