চট্টগ্রাম নগরীর ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান হত্যা সাথে জড়িত থাকার অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সজীব নাথ, সৌভিক পাল এবং শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, বৃহস্পতিবার রাতে চেরাগী পাহাড় এলাকা থেকে ইভান হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল চেরাগি পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এর আগে শোভন দেব, সৌরভ দাশ ও প্রিয়ম বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম