চট্টগ্রামে টমটম উল্টে মো. সাকিব নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাতে বাঁশখালীর শিলকুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব বাঁশখালীর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম বলেন, সাকিবসহ তার কয়েকজন বন্ধু টমটমে ওঠে। গাড়িটি ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে মারাত্মক ভাবে আহত হন সাকিব। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর