চট্টগ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হেলাল উদ্দিন, কামাল হোসেন এবং মো ইসমাইল। শুক্রবার রাতে জেলার ভুজপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আদালতে। পরে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হন ৪৯ বছর বয়সী এক নারী। পরের দিন এ ঘটনায় থানায় পাঁচ জনকে আসামি করে দায়ের করেন। ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়। শনিবার তাদের আদালতে হাজির করা হলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/এএম